আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রকে সিরিয়া ছাড়তেহবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। একই সঙ্গে তিনি অঙ্গীকার করেছেন মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর দখল করা ভূখণ্ড পুনরুদ্ধার করার। খবর আল-জাজিরা-এর।
প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়া সরকার যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার ডেমোক্রাটিক ফোরসেস এর সঙ্গে আলাপ আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তবে এই আলোচনা যদি সফল না হয় সেই ক্ষেত্রে আসাদ বিদ্রোহীদের দখলে থাকা এলাকা গুলোকে পুনরুদ্ধার করতে তার বাহিনী ব্যবহার করতে বাধ্য হবেন।
তিনি বলেন, তাদের উচিৎ সিরিয়ে থেকে চলে যাওয়া এবং সিরিয়ার সরকারকে তাদের দেশ মুক্ত করার দায়িত্ব পালন করতে দেয়া।
সাত বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও তা এড়ানো গেছে বলে দাবি করেছেন আসাদ।
আরও পড়ুন : আসাদকে হত্যার হুমকি ইসরায়েলের