আওয়ার ইসলাম: গত ১০ দিনে মার্কিন সেনাবাহিনীর হামলায় ৭০ জনেরও বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে।
গত এক বছরে তালেবানরা যতগুলো ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে সেগুলোর মধ্যে ওই মার্কিন অভিযান একটি।
১৭ মে থেকে ২৬ মে পর্যন্ত ধারাবাহিকভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোকে আঘাত হানা হয়। এর মধ্যে গত ২৪ মে হানা হয় সবচেয়ে বড় আঘাত। ওই দিন মুসা কালা নামক স্থানে তালেবান নেতাদের ওপর হামলা চালানো হয়।
এতে নেতৃস্থানীয় তালেবান যোদ্ধারা নিহত হয়। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, হামলার সময়ে মুসা কালার ওই স্থানে তালেবান নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল।
২৪ তারিখের প্রথম হামলায় নিহত প্রায় ৫০ জনের মধ্যে রয়েছে তালেবান সংগঠনের পক্ষে নিযুক্ত হেলমান্দ প্রদেশের গভর্নর, একাধিক জেলার গভর্নর, শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা এবং কান্দাহার, কুন্দুজ, গেরাত, ফারাহ, উরুজগাম এবং হেলমান্দ প্রদেশের নেতৃস্থানীয় তালেবান কর্মকর্তারা।
একই দিনে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এ-১০ বোমারু বিমান তালেবান যোদ্ধাদের ‘রেড ইউনিটের’ একজন কমান্ডার ও তার সহযোগীর ওপর হামলা চালায়। তারা সানজিন প্রদেশের দিকে যাচ্ছিল বলে জানানো হয়েছে।
আফগানিস্তানের মতায়েনকৃত মার্কিন বাহিনীর কর্মকর্তা জেনারেল জন নিকোলসন বলেছেন, ‘গত এক বছরের মধ্যে ওই অভিযান তালেবান যোদ্ধাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাগুলির মধ্যে একটি।
অভিযান চালানোর ক্ষেত্রে মার্কিন সেনাবাহিনীর ওপর এখন বিধিনিষেধ অনেকটাই কম এবং মার্কিন সেনাবাহিনী আবার চিহ্নিত করা মাত্রই তালেবান যোদ্ধাদের ওপর হামলা চালানো শুরু করেছে।
প্রেসিডেন্ট ওবামার আমলে মার্কিন বাহিনীকে মূলত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের কাজে রাখা হয়েছিল যারা শুধুমাত্র সহযোগী দেশের সেনাবাহিনী হামলার মুখে পড়লে বা হামলার হুমকিতে থাকলে তালেবান যোদ্ধাদের ওপর হামলা চালাত।
সম্প্রতি প্রকাশিত খবর থেকে জানা গেছে, বিমানের মাধ্যমে তালেবান যোদ্ধাদের আর্থিক উৎসগুলোর ওপরও হামলা চালানো হচ্ছে।
এখন পর্যন্ত আফিম ও যাতায়াত পথে আরোপ করা শুল্ক থেকে অর্থ আয় বন্ধ করতে মার্কিন বাহিনী ১০০টিরও বেশি লক্ষবস্তুতে হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী এই মতে উপনীত হয়েছে, আফগানিস্তানে সামরিক শক্তি প্রয়োগ করে কোনও সমাধান আসবে না বরং শান্তি আলোচনায় রাজি হওয়ার জন্য তালেবান যোদ্ধাদের চাপের মধ্যে রাখতে হবে। হামলাগুলো সেই চাপে রাখার কৌশলেরই অংশ হিসেবে তারা হামলা করছে আর এতে মারা পড়ছে তালেবান যোদ্ধারা।
আরো পড়ুন- অন্যকেউ কাজা রোজা আদায় করতে পারবে?