আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার যে স্থানেই ইরানের সামরিক উপদেষ্টারা দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা দেবে সেখানেই আঘাত হানা হবে।
গতকাল বুধবার নেতানিয়াহু তার ভাষায় বলেন, "কেবল সিরিয়ার গোলান মালভূমি নয় দেশটির যে স্থানেই ইরানের সেনাবাহিনী অবস্থান করুক না কেন আমরা তাদের সে চেষ্টা সফল হতে দেব না।"
দামেস্ক সরকারের অনুরোধে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সেনাবাহিনীকে সামরিক পরামর্শ দিয়ে আসছে ইরান। সিরিয়ার সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে পর্যুদস্ত হয়ে পড়া এসব সন্ত্রাসীকে উজ্জবিত করতে ইহুদিবাদী সেনারা প্রায় সময়ই সিরিয়ার সামরিক অবস্থানে হামলা চালিয়ে আসছে।
বিশেষ করে গত বছরের শেষের দিকে সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের পরাজয়ের পর সিরিয় বাহিনীর ওপর ইসরাইলি সেনাদের বিমান হামলা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। দায়েশের পরাজয়ের সঙ্গে সঙ্গে সিরিয়ায় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর মনোবলও ভেঙে পড়েছে।