আওয়ার ইসলাম : রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় নিরাপদ এলাকা নিয়ে রাশিয়া, আমেরিকা ও জর্দান বৈঠকে বসবে।
রাশিয়ার রিয়া নভোস্তির বরাত দিয়ে পার্সটুডে আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে একমাত্র সিরিয়ার সেনারা থাকবে বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঘোষণা দয়ার পর বোগদানভ আজ এ কথা বলেন। এলাকাটি জর্দান ও অধিকৃত ফিলিস্তিন সীমান্তে অবস্থিত।
এদিকে, জর্দানের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ সিরিয়ার ঘটনা নিয়ে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে আলোচনা করছে আম্মান। তিন পক্ষই সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের জন্য নিরাপদ অঞ্চল রক্ষার ওপর জোর দিয়েছে।
গত বছর সিরিয়ার দক্ষিণাঞ্চলকে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা হয়।
আরও পড়ুন : সিরিয়ার পূর্বাঞ্চলে চার রাশিয়ান সেনা নিহত