মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


মীনা বাজারে পঁচা মাছ-মুরগি, ৩ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজধানীর আজিমপুরের মীনা বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পঁচা মাছ-মাস পাওয়ায় তাদেরকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্বে দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান

অভিযানে মীনা বাজারের এই আউটলেটের স্টোর রুম থেকে পঁচা মাছ, মুরগি, সবজি ও ফল পাওয়া যায়। এছাড়াও ফ্রান্সের তৈরি একটি কোমল পানীয় পাওয়া গেছে যাতে বিএসটিআই'র অনুমোদন নেই।

এসব কারণে মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ম্যানেজার এবং ক্যাশিয়ারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মশিউর রহমান বলেন, কিছু পণ্যে বিএসটিআই এর অনুমোদন না থাকলেও তারা সেই পণ্য বিক্রি করছিল। এছাড়া আউটলেটটিতে পচা মাছ-মাংসও পাওয়া গেছে। সে কারণে মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ