আওয়ার ইসলাম: মাদক সেবন ও বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় শরীয়তপুর কারাগারের ৩ কারারক্ষীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত ও ১৪ কারারক্ষীকে বদলি করেছে কারা কর্তৃপক্ষ।
মঙ্গলবার তাদের এ শাস্তি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারা-মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
কারা সূত্র জানায়, ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় শরীয়তপুর কারাগারের তিন কারারক্ষীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হলেন- মো. সালাউদ্দিন, পলাশ হোসেন ও ফারুক হোসেন।
একইসঙ্গে মাদকসহ বিভিন্ন অপরাধের পাওয়ায় ১৪ কারারক্ষীকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
সারাদেশে র্যাব-পুলিশের মাদকবিরোধী অভিযানের পাশাপাশি কারাগারেও নজরদারি বাড়ানো হয়েছে।
গত ১৩ দিনে মাদকবিরোধী অভিযানে শতাধিক মাদকব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
অারো পড়ুন- রমজানে রোগীদের রোজা