মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


সোনার টয়লেট ব্যবহারের প্রমাণ দিতে পারলে পদত্যাগ করবো: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগানের বিরুদ্ধে সোনার টয়লেট ব্যবহারের অভিযোগ উঠেছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এ অভিযোগ তুলে বিরোধীরা। খবর দ্য টেলিগ্রাফ

তবে এ অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছেন এরদোগান। বলেছেন, সোনার টয়লেটের প্রমাণ দিতে পারলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবো।

তুরস্কে আগামী ২৪ জুন প্রেসিডেন্ট নির্বাচন। এ উপলক্ষ্যে এরদোগানের বিরোধী পক্ষ মাঠে সরব। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কেমাল কিলিক দারোগলো নির্বাচনী জনসভায় এরদোগানের বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ আনেন।

জানা যায়, ইজমির প্রদেশের ইজিয়ান শহরে সমাবেশে তিনি বলেন, ‘আপনি (এরদোগান) নিজের জন্য প্রাসাদ বানিয়েছেন, প্লেন কিনেছেন, মারসিডিজ গাড়ি কিনেছেন, স্বর্ণের আসন কিনেছেন, যেটি আপনি টয়লেটে ব্যবহার করেন।’

এরদোগান বলেন, কেমাল কিলিক দারোগলো যদি একটিও সোনার টয়লেটের সিট দেখাতে পারেন তাহলে তিনি পদত্যাগ করতে সম্মত আছেন।

রোববার রাতে রাষ্ট্রীয় সম্প্রচারকারী গণমাধ্যম ‘টিআরটি’-এর সঙ্গে সাক্ষাৎকালে এরদোগান বলেন, ‘আমি তাকে (কিলিকদারোগলু) আমার প্রাসাদে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তিনি আমার কোনো ওয়াশরুমের ভেতর এই ধরনের একটিও স্বর্ণের টয়লেট সিট খুঁজে পেলে আমি আশ্চর্য হব।’

সাম্রাজ্যবাদীদের সবচে বড় হাতিয়ার অ্যালকোহল ও আফিম; এরদোগান

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ