সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আমি রাষ্ট্রবিরোধী নই নাস্তিক মুরতাদ ও অপশক্তি বিরোধী: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, স্বদেশপ্রেম ইসলামের শিক্ষা৷বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বদেশপ্রেমের শিক্ষা দিয়েছেন৷

আমি রাষ্ট্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী নই; বরং রাষ্ট্রের কল্যাণকামী,নাস্তিক মুরতাদ ও বাতিল অপশক্তি এবং অন্যায় বিরোধী৷

৩০ এপ্রিল সোমবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী এ সব কথা বলেন৷

মহান মুক্তিযোদ্ধে ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এদেশের স্বাধীনতা৷আমরা পেয়েছি লাল সবুজের একটি স্বাধীন পতাকা৷সুতরাং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দেশের প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য৷

আল্লামা বাবুনগরী বলেন,মুসলিম উম্মাহর ঈমান আকিদা রক্ষায় কুরআন সুন্নাহ'র সঠিক বাণী প্রচারে দেশের প্রতিটি জেলা, থানা শহর ও প্রত্যন্ত অঞ্চলের ইসলামী সম্মেলনগুলোতে বয়ান বক্তৃতাকালে দেশবাসীকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় উদ্ধুদ্ব করি৷ এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড থেকে বেঁচে দেশের শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে উৎসাহ প্রদান করি৷

স্বদেশপ্রেমের উদাহরণ টেনে তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি মক্ক নগরী ছেড়ে মদীনায় হিজরতের প্রাক্কালে বার বার মাতৃভূমি মক্কার দিতে তাকিয়ে চোখের পানি ফেলে প্রিয় মাতৃভূমি বা স্বদেশপ্রেম শিক্ষা দিয়েছেন৷ রাসুল সা.এর হিজরতের এ গঠনা থেকে স্বদেশপ্রেমের শিক্ষা পাওয়া যায়৷ ওলামায়ে কেরামগণ রাসুলের উত্তরসূরী; ওলামায়ে কেরামও প্রিয় মাতৃভূমিকে প্রাণাধিক ভালবাসেন৷ ওলামায়ে কেরামগণকে রাষ্ট্রবিরোধী বলার আদৌ কোন যৌক্তিকতা নেই৷

তিনি আরো বলেন, দেশের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষাপীঠ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় পাঠদানকালে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থীকে স্বদেশপ্রেম শিক্ষা দেই৷ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে উৎসাহ প্রদান করি৷ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মহান প্রভুর দরবারে দুআ করি৷

ইসলামি কিতাব, বয়ান ও মালফূযাতের অন্যন্য অ্যাপ

আল্লামা বাবুনগরী বলেন, বিভিন্ন সময়ে লাখো মানুষের সমাবেশে বক্তৃতাকালে আমি সু-স্পষ্টভাবে এ কথা বলে আসছি, আমি রাষ্ট্র কিংবা সরকার বিরুধী নই৷ আমার কোন বয়ান বক্তৃতা রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে নেই৷ আমি একজন দেশপ্রেমিক সচেতন নাগরিক৷

প্রকৃতপক্ষে আমি খোদাদ্রোহী, নাস্তিক মুরতাদ ও বাতিল অপশক্তি এবং অন্যায় বিরোধী৷ নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আমার ভূমিকা ছিলো, আছে, থাকবে ইনশাআল্লাহ৷ নাস্তিক মুরতাদ আর ইসলাম বিরুধী অপশক্তির সাথে আমার কোন আপোষ নেই৷

‘রমজানে নিজ নিজ এলাকায় নমাজ ও কুরআন শিক্ষা চালু করুন’

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ