মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


রাজরাধনীসহ সারাদেশে ঝড়-বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীসহ সারাদেশে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কোথাও কোথাও ঝড় বাদলও। রাজধানীতে সকাল হওয়ার একটু পরই যেন রাত নেমে আসে।

সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকায় বয়ে যায় কালবৈশাখী ঝড়। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫০ মিলিমিটার, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৩ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় প্রায় ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যার বাতাসের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার।

তিনি জানান, ঢাকাতে বৃষ্টিতে হচ্ছে। সঙ্গে সঙ্গে দেশের বেশ কয়েকটি স্থানেও স্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

তায়েফে টানা দু’দিন বৃষ্টিতে তলিয়ে আছে রাস্তা-ঘাট

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ