মুজাহিদুল ইসলাম: শনিবার ইরাকের একটি আদালাত আইএস এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে উনিশজন রুশ নারীকে যাবত জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
শিশান প্রজাতন্ত্রে নিয়োজিত রুশ ফেডারেশনের সদস্য জিয়াদ আরটি নিউজকে জানায়, অবৈথভাবে সীমান্ত অতিক্রম ও ইসলামিক স্টেটের সাথে যোগসাজশের অভিযোগে রাশিয়ার কমপক্ষে ৬০ নারী ইরাকি আদালাতের মুখোমুখী।
তিনি বলেন, তাদের অধিকাংশ অভিযোগ অস্বীকার করা সত্ত্বেও ইরাকি আদালাত অভিযোগের মাত্রানুসারে মৃত্যুদণ্ড, যাবত জীবন কারাদণ্ড ও বিভিন্ন মেয়াদের মতো দণ্ড দিয়েছে।
তিনি আরো বলেন, ইরাকি আদালত এপ্রিলে আজারবাইজানের দুই নাগরিক ও কিরগিজিস্তানের তিন নাগরিককে মৃত্যু দণ্ডাদেশ প্রদান করেন এবং গত ফেব্রয়ারিতে ১৬ তুর্কি নারীকে ইরাকি আদালাত অণুরুপ মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে।
আরটি থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ
-আরআর