সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি
“গাছে গাছে ভরবে দেশ, সবুজ হবে বাংলাদেশ” স্লোগান ধারণ করে ‘সেভ দ্য ফিউচার’ সাভার শাখার উদ্যোগে পালিত হয়েছে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।
গত মঙ্গলবার বেলা ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খরারচর ধামরাইয়ে শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয়,আটিমাইঠান ওসমানিয়া দাখিল মাদ্রাসা, আটিমাইঠান হাজেরা হাফিজিয়া কওমি মাদ্রাসা এই তিন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় কর্মসূচিটি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার, কেন্দ্রীয় প্রকল্প পরিচালক হাঃ মাওঃ আফসার মাহমুদ, রামগঞ্জ শাখার সভাপতি সবুজ, সাভার শাখার সেক্রেটারি আবুল খায়েল, সাভার শাখার অর্থ সম্পাদক রাইহান, আয়েশা জান্নাত, সায়েম, রাসেল মোল্লা, রনি আহমেদ, সাগর আহমেদ, মোহন মোল্লা, ক্বারী তৌফিক, শামিন, আদনান হাবিব, পায়েল, সজিব, রিফাত প্রমুখ।
উল্লেখ্য,সংগঠনটি প্রতিবছরই এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে। সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্নে তারুণ্য নির্ভর এ সংগঠনটির প্রতি এলাকার মানুষের সমর্থন ও ভালোবাসা চোখে পড়ার মতো।
এসএস
আরো পড়ুন : আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়া, ইরান প্রাধান্য