আবদুল্লাহ তামিম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ৪১তম কেন্দ্রীয় পরীক্ষা আজ ১৫এপ্রিল রোববার থেকে শুরু হয়েছে। ৮ দিনব্যাপী এ পরীক্ষা শেষ হবে আগামী ২২ এপ্রিল। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
হিফজ ও কেরাতসহ মোট ৬টি স্তরের পরীক্ষার্থীরা একযোগে এ কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আর বেফাকভূক্ত তাকমিল শিক্ষার্থীরা হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া-এর কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিবেন।
সারাদেশের ১০০৯ কেন্দ্রে মোট ১১৯৫৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। যাদের মধ্যে ৪৬৪ কেন্দ্রে ৭১৫১৫ পুরুষ শিক্ষার্থী এবং ৫৪৪টি কেন্দ্রে ৪৮০২৬ জন নারী পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
আরো পড়ুন- দাওরায়ে হাদিস মডেল টেস্ট-৬ [মুসলিম ২য় খণ্ড]