তাওহীদ আদনান
দেওবন্দ প্রতিনিধি
ভারতের দারুল উলুম ওয়াকফ দেওবন্দের মুহতামিম ও শাইখুস হাদিস, হাকিমুল ইসলাম মাওলানা ক্বারী তৈয়ব সাহেব রহ. এর সাহেবজাদা, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাবেক সহ-সভাপতি, খতিবুল ইসলাম আল্লামা সালেম কাসেমি আজ স্থানীয় সময় বিকেল ৩ টায় দেওবন্দস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, আল্লামা সালেম কাসেমি বেশ কিছুদিন যাবৎ গুরুতর অসুস্থ ছিলেন৷ অসুস্থতা তীব্র আকার ধারণ করলে তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়৷ কিছুদিন ভর্তি থাকার পর তার অবস্থার কিছুটা উন্নতি দেখা দেয়৷ ফলে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেন।
কিন্তু গতকাল থেকে তার অবস্থা আবার উদ্বেগজনক হয়ে পড়ে। হুজ্জাতুল ইসলাম একাডেমির চেয়ারম্যান মাওলানা ডা. শাকিব কাসেমি জানান, তিনি আজ থেকে পাঁচ দিন পূর্বে হাসপাতাল থেকে রিলিজ হন৷ তখন তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছিলো। কিন্তু গতকাল থেকে আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই দম আটকে যাচ্ছিল তার৷ নিশ্বাস নিতে কস্ট হচ্ছিল খুব। এক পর্যায়ে এই শ্বাস কষ্টেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান৷
আল্লামা সালেম কাসেমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দারুল উলুম ওয়াকফ দেওবন্দের উস্তাদগণ, মূল দেওবন্দের উস্তাদগণসহ ভারতের বহু উলামায়ে কেরাম৷ শোক প্রকাশ করেছেন এলাকাবাসী ও আমজনতা৷ তার মৃত্যুকে ভেঙ্গে পড়েছে এলাকাবাসীসহ আশ-পাশের সকল মাদরাসার উস্তাদ-ছাত্ররা৷ অসংখ্যা ভক্তবৃন্দ ও আলেম উলামা তার বাসভবনে ভীড়ও জমিয়েছেন শেষ বারের মতো তাকে এক নজর দেখতে৷
ইতিমধ্যে দেওবন্দের কাসেমী মাকবারায় তার দাফন কার্য সম্পাদেনর জন্য স্থানও নির্ধারিত করেছেন মাকবারায়ে কাসেমীর যিম্মাদারগণ৷ কবর খননের কাজও শুরু করেছেন উলামা-তলাবারা৷
পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সময় আজ রাত ১০টায় মরহুমের জানাযা আদায় করা হবে দারুল উলুম দেওবন্দের এহাতায়ে মুলসরীতে৷
এইচজে