মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


নাবালেগ যৌন হয়রানি তদন্তে পোপের ভুল স্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী : চিলির রেভারেন্ড ফার্নান্দো কারাদিমার নাবালগ যৌন হয়রানির তদন্তে ভুল স্বীকার করেছেন পোপ ফ্রান্সিস। কারাদিমার বিরুদ্ধে এ অভিযোগ ‍উত্থাপিত হওয়ার পর পোপ তাকে নির্দোষ ঘোষণা করেন। পোপের এ ঘোষণার পর বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

সম্প্রতি একটি বিশেষ তদন্তে ঘটনার সত্যতা উঠে আসায় তিনি তার ভুল স্বীকার করেছেন। যারা হয়রানির শিকার হয়েছিলেন পোপ তাদের কাছে ক্ষমা চাইতে ভ্যাটিকানে আমন্ত্রণও জানিয়েছেন।

রেভারেন্ড কারাদিমার বিরুদ্ধে নাবালগ শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ অনেক পুরনো। কয়েক বছর আগে চিলির আসর্নোতে পোপের নিয়োগ দেয়া বিশপ জুয়ান বারোস নিদ্বিধায় চাপা দিয়ে আসছিল কাদারিমার কুকীর্তি।

বারোসের এ আচরণের কারণেই মূলত সমালোচনার সূত্রপাত। এমনকি বারোসের বিরুদ্ধেও যৌন নির্যাতনের অভিযোগ ওঠা শুরু হয়। তাদের ধারাবাহিক যৌন নিপীড়নের ফলে বিভিন্নভাবে পোপ ফ্রান্সিসের সম্মানেও আঁচ পড়েছে বলে মনে করছেন ভ্যাটিকানবাসীরা।

২০১১ সালে কারাদিমা দোষী সাব্যস্ত হওয়ার পর গত জানুয়ারিতে চিলি সফরে গিয়ে বিশপ বারোসের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল পোপকে। সেবার অভিযোগকারীদের দিকেই আঙুল তুলেছিলেন পোপ। বলেছিলেন, মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বারোসের বিরুদ্ধে। তিনি নিশ্চিত, বিশপ নিরপরাধ।

সত্য তথ্যের অভাবে তখন ভুল সিদ্ধান্ত নিতে হয়েছেলি বলে মনে করছেন পোপ ফ্রান্সিস।  পোপের আগের মন্তব্য নিয়ে তীব্র আপত্তি ওঠায় যৌন নিগ্রহের তদন্তের ক্ষেত্রে ভ্যাটিকানের নির্ভরযোগ্য সদস্য আর্চবিশপ চার্লস সিক্লুনাকে পাঠানো হয় চিলিতে। পোপেরই নির্দেশে।

দু’সপ্তাহ চিলিতে থেকে নিগৃহীতদের সঙ্গে বিশদে কথা বলেন সিক্লুনা। কারাদিমার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিযোগকারীরা বারোসের নীরবতা নিয়ে প্রশ্ন তোলে।

এসএস

আরো পড়ুন :দাওরা হাদিস মডেল টেস্ট-৮ (শরহু মাআনিল আসার)

[আওয়ার ইসলাম বৃহত্তর কলেবরে প্রকাশ করতে যাচ্ছে রমজানুল মোবারক সংখ্যা, আপনার মাদরাসা-স্কুল বা কোম্পানির বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করুন। আপনার কপি সংগ্রহ করতে ফোন করুন 01717831937 বিকাশ]


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ