আওয়ার ইসলাম : রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ হলো জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের। গতকাল রাত সাড়ে ৯টায় তিনি প্রধানমন্ত্রীকে ফোন দেন।
আলাপে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের এগিয়ে আসাকে সাধুবাদ জানান জাতিসংঘ মহাসচিব। ভিটেহারা লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবের কাছে রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা চান।
বিশেষভাবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সম্পাদিত চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
রোহিঙ্গারা কোথায় ফিরবে: জাতিসংঘ দূতের প্রশ্ন
বিজ্ঞপ্তিটিতে তিনি জানান, প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেসকে বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের ক্যাম্পে ঘুরে যাওয়ারও দাওয়াত দেন।
প্রসঙ্গত, ইতোমধ্যেই মিয়ানমার ও বাংলাদেশের মাঝে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক চুক্তিনামা স্বাক্ষরিত হয়েছে। আগামী ২ বছরের মধ্যে প্রায় ৮লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নেয়া হবে মর্মে চুক্তিতে বলা হয়েছে।
জানা যায়, জাতিসংঘ মহাসচিব উপর্যুক্ত চুক্তির সময় ইউএচসিআরকে সঙ্গে না রাখার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চু্ক্তিতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাকে সঙ্গে রাখা জরুরি ছিল বলে আমি মনে করি।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মহাসচিব গুতেরেস এসব কথা বলেন।
এসএস
আরো পড়ুন : রোহিঙ্গা গণহত্যায় ভূমিকা রেখেছে ফেসবুক : জাতিসংঘ কর্মকর্তা