মুজাহিদুল ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রেসিডেন্ট ট্রাম্প পেন্টাগণকে আগামী ছয় মাসের মধ্যে সিরিয়াতে মার্কিন সেনা বাহিনীর কাজ শেষ করতে বলেছেন। সেই সাথে সৌদি ও আমিরাতের সমালোচনা করে তিনি বলেন, ‘এরা সিরিয়াতে যথেষ্ট সম্পদ দিয়ে সহযোগিতা করেনি।’ বার্তা সংস্থা সিএনএন এর বরাত দিয়ে আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
খবরে বলা হয়, পেন্টাগণ গত বৃহস্পতিবার জানায়, এ সপ্তাতে প্রেসিডেন্টের সাথে আলোচনার পরও সিরিয়াতে মার্কিন সেনাবাহিনীর পূর্ব কর্মপলিসি পরিবর্তন হয়নি। এখনও সিরিয়া থেকে সৈন্য ফিরিয়ে আনার কোন সুনির্দিষ্ট সময় নির্ধারিত হয়নি।
এদিকে ট্রাম্প বুধবার জাতীয় নিরাপত্তা কমিটি উর্ধতন সামরিক কর্মকর্তাদের সাথে আলোচনায় সিরিয়া থেকে সৈন্য ফিরিয়ে আনার কথা জানালে তারা এ ব্যাপারে উদ্বেগের প্রকাশ করেন।
উপদেষ্টাদের মিটিংয়ে জানানো হয়,সিরিয়া ত্যাগ করাটা আমেরিকার স্বার্ধবিরোধী বরং এটা রাশিয়া,তুরস্ক ও ইরানকে সুবিধা এনে দিবে।
সিএনএন আরো জানায়,ট্রাম্প মধ্যপ্রাচ্যে আমেরিকান ভয়াবহ ব্যায়ের বিষয়ে অভিযোগ করেন এবং সিরিয়াতে আইএসআই-বিরোধী লড়াইয়ে যথেষ্ট সম্পদ না দেওয়াতে উপসাগরীয় দেশ বিশেষ করে সৌদি ও আমিরাতের কঠোর সমালোচনা করেন।
অারও পড়ুন : আফগান সিরিয়ায় বোমা হামলার প্রতিবাদে ইসলামি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
সূত্র:আল-জাজিরা/আরএম