সাখাওয়াত উল্লাহ : ভবিষ্যতের ইসলাম নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে আলোচনা করলেন ডেনমার্কের প্রথম নারী ইমাম শেরিন খানকান।
ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য লোকাল ফ্রান্স’ জানায়, দুই মাস আশা যাওয়ার পর তারা দুজন আলোচনায় বসলেন।
তাদের এ সাক্ষাতে তারা ধর্ম এবং রাজনীতি নিয়ে আলাপ করেন।
ড্যানিশ সংবাদমাধ্যম ডিআর জানায়, কোপেনহাগেনের মিরিয়াম মসজিদের প্রতিষ্ঠাতা এবং ইমাম শেরিনকে ম্যাঁক্রো একটি ব্যক্তিগত সাক্ষাতে ডেকেছিলেন। তিনি শেরিনের কাছ থেকে ইসলামী নারীবাদ, উগ্রপন্থী এবং ইসলামের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছিলেন।
এছাড়াও তিনি ধর্ম এবং রাজনীতিতে এক ভারসাম্যর জন্য পরামর্শ চেয়েছিলেন।
ফ্রান্সের সরকারি মুখপাত্র জানিয়েছে, ফ্রান্সে সাম্প্রতিক আইএস হামলার পর এই আলোচনায় বসেন ম্যাঁক্রো এবং শেরিন।
শেরিন অবশ্য ডিআরকে বলেন, ‘ফ্রান্স হচ্ছে এমন একটি দেশ যেখানে রাজনীতি এবং ধর্মকে ভিন্ন চোখে দেখা হয়। আমি শুধু এটাই দেখাতে চাচ্ছি যে ধর্মও সমাজে বেশ বড় একটি অবদান রাখতে পারে।’
তিনি এও বলেন, উগ্রপন্থী অবশ্যই একটি সমস্যা, তবে তার মানে এই নয় ধর্মকে পুরোপুরি অস্বীকার করা। এটিকে কখনো উড়িয়ে দেওয়া যায় না। এইজন্য এটা সত্যি অবাক করার মত বিষয় জকে ইম্মানুয়েল ম্যাঁক্রোর মত প্রেসিডেন্ট এই বিষয়ে আলোচনায় আগ্রহী।’
ডেনমার্কের প্রথম নারী ইমাম এবং প্রথম নারীদের মসজিদের প্রতিষ্ঠাতা শেরিন আরও বেশকিছুর জন্য বেশ পরিচিত। তিনি কিছু সামাজিক সংস্থার সাথে যুক্ত থাকার পাশাপাশি মুসলিম নারীদেরকে নামাজ পড়তে আসতে উদ্বুদ্ধ করেন।
আরও পড়ুন: ফ্রান্সের বরোডোর মসজিদে ইসলাম বিদ্বেষীদের হামলা