রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


সুনামগঞ্জে আ’লীগ প্রার্থী নাদের বখত বিজয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির বিন রুহুল: সুনামগঞ্জের পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে  নির্বাচিত হয়েছেন সদ্য প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের ছোট ভাই আওয়ামী লীগের প্রার্থী নাদের বখত।

তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৫২ ভোট। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৪৮৫ ভোট।

বিএনপি প্রার্থী সালাদীনের চাচাতো ভাই দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন ধানের শীষের প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ৮০৭ ভোট।

জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোতালেব জানান, নির্বাচন ভালই হয়েছে। একজন প্রার্থীর এজেন্ট কিছু অনিয়মের অভিযোগ করেছেন। তবে সার্বিকভাবে নির্বাচন ভাল হয়েছে।

বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত বিজয়ী হয়েছেন।

প্রসঙ্গত. নির্বাচনের মেয়র পদে তিনজন প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের নাদের বখত। তিনি প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই। বিএনপির দেওয়ান সাজাউর রাজা চৌধুরী।

অন্যজন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন। তাঁর প্রতীক মোবাইল ফোন। গণিউল সালাদীন ও সাজাউর রাজা চৌধুরী দুজনই মরমি কবি হাসন রাজার প্রপৌত্র, সম্পর্কে চাচাতো ভাই।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। হালনাগাদ তালিকা অনুযায়ী পৌর এলাকায় এবার ভোটার ৪২ হাজার ৩২২ জন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ১৪৯, নারী ২১ হাজার ১৭৩ জন।

পৌরসভায় সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ভোট হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচিত হন আয়ূব বখত জগলুল।

তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৮৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন। তিনি পেয়েছিলেন ১০ হাজার ৪৮৬ ভোট। তৃতীয়স্থানে ছিলেন বিএনপির প্রার্থী মো. শেরগুল আহমেদ। তিনি পেয়েছিলেন ২ হাজার ৪১৪ ভোট।

ধানের শীষে হেরে নৌকায় পাশ


সম্পর্কিত খবর