মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে বৃহস্পতিবার রাতে ৯৫ কিলোমিটার বেগে তীব্র ঝড়ের তাণ্ডব বয়ে গেছে।
ঝড়ে অনেক এলাকায় গাছপালা উপড়ে, ডাল পালা ভেঙ্গে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে
বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ের তাণ্ডবে এ ঘটনা ঘটে।
একই সময় ঝড়ের কবলে পড়ে কিশোরগঞ্জ জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার বাৎসরিক সিরাত মাহফিল। এতে মাহফিলের পুরো স্পেন্ডেলটিই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জানা যায়' যে সেই সিরাত মাহফিলকে কেন্দ্র করে আজিমুদ্দীন হাই স্কুল মাঠে কয়েকদিন ধরেই চলছিলো ব্যাপক প্রস্তুতি।
গতকাল বৃহস্পতিবার ছিলো তিন দিন ব্যাপী সিরাত মাহফিলের প্রথম দিন।
বিভিন্ন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টায় কিশোরগঞ্জে দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এসময় কিশোরগঞ্জ নগরীসহ পুরো এলাকা ধুলোতে অন্ধকার হয়ে যায়।
৯টা থেকে শুরু করে ১০টা পর্যন্ত ঝড়ের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয় ৯০ থেকে ৯৫ কিলোমিটার। রাত ১০টা পর্যন্ত ঝড় হয়ে যায়। ঝড়েড় সাথে হালকা বৃষ্টিও পরিলক্ষীত হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছরের ইতিহাসে কিশোরগঞ্জের অঞ্চলের ওপর দিয়ে এত তীব্র ঝড় হয়নি। এর আগে সর্বোচ্চ ৭০ থেকে ৭৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবার রেকর্ড রয়েছে। কিশোরগঞ্জ সদর ছাড়াও বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে এই ঝড়ের তান্ডব বয়ে যাবার খবর পাওয়া গেছে।'
আরো পড়ুন
বিকেলেই ঘনিয়ে এলো সন্ধ্যা, বৃষ্টিতে ভিজল ঢাকা