রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


মিশরের আলা আহমাদ ক্ষুদে কারী বাসেত হিসেবে প্রসিদ্ধ সারা বিশ্বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মিশরের ৮ বছরের ক্বারী মুহাম্মাদ আলা আহমাদ তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে ক্ষুদে আব্দুল বাসিত হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

মিশরের বেনি সুফ প্রদেশের নাগরিক ৮ বছরের বালক মুহাম্মাদ আলা আহমাদ। তিনি মিশরের প্রসিদ্ধ ক্বারীদের অনুসরণ করেন। ইতিমধ্যে তিনি ক্ষুদে "আব্দুল বাসিত" নামে খ্যাতি অর্জন করেছেন।

মুহাম্মাদ আলা আহমাদ মিশরের প্রসিদ্ধ ক্বারী "আব্দুল বাসিত" এবং "মানশাভী"কে অনুকরণ করেন। তার তিলাওয়াতের স্টাইল ঠিক আব্দুল বাসিতের মতো।

এজন্য তাদের ক্ষুদে আব্দুল বাসিত নামকরণ করা হয়েছে।মিশরের এই ক্ষুদের ক্বারি তার পিতার সাহায্যে কুরআন তিলাওয়াতের সকল নিয়ম-কানুন শিখেছেন। বর্তমানে তিনি পবিত্র কুরআনের ১০ পারা হেফজ করেছেন।

উল্লেখ্য, "আব্দুল বাসিত আব্দুস সামাদ" এবং "মুহাম্মাদ সাদিক আল-মানশাভী" বিংশ শতাব্দীর মিশরের খ্যাতনামা ক্বারী। বিশ্বে মিশরের এই দুই ক্বারির যথেষ্ট নাম ডাক রয়েছে।


সম্পর্কিত খবর