আওয়ার ইসলাম : ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়নের ৭০তম বার্ষিকী ও ভূমি দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা আগামীকাল (শুক্রবার) গাজা উপত্যকায় বিশাল বিক্ষোভ করার পরিকল্পনা হাতে নিয়েছেন। তারা ইসরাইলের হাতে দখলীকৃত তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের লক্ষ্যে এ বিক্ষোভ করবেন।খবর পার্সটুডে।
নির্যাতিত ফিলিস্তিনি জনগণ প্রতি বছর ‘ভূমি দিবসে’ নিজেদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের অধিকার ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। তবে এ বছর ৭০তম বার্ষিকীতে বড় ধরনের বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছেন আয়োজকরা।
তারা বলেছেন, ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে মাতৃভূমি মুক্ত করার জন্য ফিলিস্তিনিদেরকে যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে সেকথা জানান দেয়া হবে এ বিক্ষোভের প্রধান লক্ষ্য।
এদিকে, শুক্রবারের বিশাল বিক্ষোভকে সামনে রেখে গাজা সীমান্তে অন্তত ১০০ স্নাইপার মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। এসব স্নাইপারকে ‘সর্বোচ্চ ক্ষমতা’ ও ‘তাজা গুলি’ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে বলে একটি ইসরাইলি দৈনিক খবর দিয়েছে।
আমরা স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন চাই : মাহমুদ আব্বাস