আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে গতকাল রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানী আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে কাতারি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানির বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যে এ টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হলো। এরই মাঝে কাতারের আমির রাশিয়া সফর করেছেন।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর দোহা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগের চেয়ে বেশি তৎপর হয়েছে।
এইচজে