হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বলেছেন, সৌদি আরবের ওপর যেকোনো হামলার দাঁতভাঙা জবাব দেয়া হবে। কেউ হামলা করলে আমরা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গতকাল সংসদীয় কমিটির এক বৈঠকে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।
সৌদি আরবের শান্তি বিঘ্নিত করা কিংবা নাগরিকদের জীবনকে হুমকির মুখে ঠেলে দেয় এমন যে কোনো পরিস্থিতির মোকাবেলা করবে সৌদি আরব।
সাধারণ নাগরিক ও সৌদিতে অবস্থানরত বিদেশি শ্রমিক ও পর্যটকাদের নিরাপত্তায় সর্বশক্তি ব্যয় করবে বলেও জানাান সৌদি বাদশাহ।
অপরদিকে সৌদির ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহী কর্তৃক ভয়াবহ মিসাইল হামলায় যেসব বন্ধুরাষ্ট্র নিন্দা জানিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহ সালমান।
উল্লেখ, গত ২৬ মার্চ ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদির কয়েকটি বিশেষ স্থাপনা লক্ষ্য করে পরপর ৭টি মিসাইল হামলা চালায়। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়।
তবে সৌদি সেনাবাহিনীর সফল প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয় তারা।
সূত্র: ডেইলি কুদরত