রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে যা অালোচনা হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান  আশা প্রকাশ করে  বলেছেন,  স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে বেলা ১০টা ৫৮ মিনিটে সচিবালয়ে আসেন নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও আলতাফ হোসেন চৌধুরী। বৈঠক শেষে বেলা ১১টা ৪০ মিনিটে বের হয়ে আসেন বিএনপি নেতারা।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে আগামী ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে এখনও সমাবেশের অনুমতি পায়নি দলটি।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, ‘জনসভা করার ব্যাপারে আমাদের দলের সিদ্ধান্ত আছে। আমরা কয়েকবার এটার তারিখ ঘোষণা করেছি, কিন্তু অনুমতি না পাওয়ার জন্য আমরা করতে পারিনি। আমরা ঘোষণা করেছি ২৯ তারিখে আমরা সভাটি করতে চাই। আমরা আজকে মূলত সেই ব্যাপারে কথা বলার জন্য হোম মিনিস্টারের কাছে আসলাম।’

তিনি বলেন, ‘বলেছি আপনারা এখনও বলেন আমরা ২৯ তারিখে এই সভাটি করতে চাই। উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলেছেন, সভা করার ব্যাপারে সাধারণভাবে কোনো আপত্তি নেই। কিন্তু এ ব্যাপারে যারা সংশ্লিষ্ট তিনি আজকেই তাদের সঙ্গে কথা বলে আমাদের জানাবেন। আমরা তার কথার জন্য অপেক্ষা করব।’

‘উনার যে রেসপন্স, তা কোয়াইট পজিটিভ। আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে। তবে অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য।’

 

এইচজে


সম্পর্কিত খবর