রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


৩ ঘণ্টার বেশি সময় তাজমহলে থাকতে পারবে না পর্যটকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আগামী এপ্রিল মাসের এক তারিখ থেকে নির্ধারিত তিন ঘণ্টার বেশি তাজমহলে পর্যটকরা থাকতে পারবেন না। এমনই নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছে ভারত সরকার। খবর  টাইমস অব ইন্ডিয়া-এর।

তাজমহেল প্রবেশের টিকিটেই সময় উল্লেখ করা থাকবে। সে সময়ের মধ্যেই তাজমহল চত্বর ঘুরে আসতে হবে পর্যটকদের। এ ছাড়া অনলাইনে কাটা টিকেটেও সময় উল্লেখ করে নিতে হবে প্রবেশের সময়।

আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)-র সুপারিনটেনডিং আর্কিওলজিস্ট ভুবনবিক্রম সিং গনমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

কেউ যদি নির্ধারিত সময়ের বেশি সময় সেখানে অবস্থান করতে চায় তাহলে গুনতে হবে বাড়তি টাকা।

প্রসঙ্গত, তাজমহল পরিদর্শনের জন্য ভারতীয় নাগরিকদের জন্য ৪০ রুপি এবং বিদেশি পর্যটকদের জন্য ১০০০ রুপির টিকেট কাটতে হয়। তবে মূল সমাধিতে যেতে বাড়তি কোন অর্থ লাগবে না বলে ভুবনবিক্রম জানান। এর জন্য বাড়তি ২০০ রুপি অতিরিক্ত দিবে হবে বলে যে সংবাদ বের হয় তাকে নাকোচ করে দেন তিনি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ