রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


গ্রিসে ইসরাইল ও আমিরাতের যৌথ সামরিক মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: ইসরাইলের হারেৎজ প্রত্রিকা জানিয়েছে, গ্রিসে অনুষ্ঠিতব্য সামরিক মহড়ায় আমেরিকা, ইতালি, ব্রিটেন, সাইপ্রাস ও ইসরাইলের বিমান বাহিনীর পাশাপাশি আরব আমিরাতের বিমান বাহিনী মহড়ায় অংশ নিচ্ছে।

ইসরাইলি বিমান বাহিনীর এফ ১৬ যুদ্ধবিমানসহ প্রচুর যুদ্ধবিমান অংশ নিচ্ছে।

বিষয়টি এমন নয় যে, এবারই প্রথম ইসরাইলি বিমান বাহিনী আরব আমিরাতের বিমান বাহিনীর সাথে মহড়ায় অংশ নিয়েছে এবং তখন ব্যাপক প্রচারিত হয়েছিল যদিও ইসরাইলের সাথে আরব আমিরাতের কোন কূটনৈতিক সম্পর্ক নেই।

কিন্তু এ বছর সামরিক মহড়াবিষয়ক তথ্যপ্রদানকারী হেলেনিক এয়ার ফোর্স ওয়েবসাইটে ইসরাইলের মহড়ায় অংশগ্রহণ বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। আবার অংশগ্রহণকারী পাইলটদের সাথে কোনো গ্রুপ ফটোতে বা ইউটিউবে আপলোড করা কোনো ভিডিওতেও ইসরাইলকে দেখা যায়নি।

এটা পরিস্কার নয়, কেন ইসরাইলকে গোপন করা হয়েছে, অথচ গত বছর ইসরাইলের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল।

তবে আশা করা যায়, আকাশে মহড়াচলাকালীন ইসরাইল অংশগ্রহণকারী অন্য দেশের সাথে মিলিত হবে।

সূত্র: ইসরাইলি ইংরেজি গণমাধ্যম হারেৎজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ