রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস নেমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে প্রথম আট মাসে রাজস্ব আদায়ে ধস নেমেছে। এ কারণে চলতি ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার অর্জিত নাও হতে পারে বলে জানা গেছে।

সোনামসজিদ কাস্টমস সূত্র জানায়, চলতি আট মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৩৫ কোটি ৯৭ লাখ ১৪ হাজার টাকা এর বিপরীতে আয় হয়েছে ২২০ কোটি ৯২ লাখ ৮ হাজার টাকা।

সে হিসেবে অর্থবছরের আট মাসের সোনামসজিদ কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১১৫ কোটি ৫ লাখ ৬ হাজার টাকা রাজস্ব আয় কম হয়েছে।

গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত আট মাসে রাজস্ব আয়ে বড় ধরনের ধস নেমেছে বিভিন্ন কারণে। এ লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার পেছনে ব্যবসায়ীদের অভিযোগ- রাজস্ব আয়ের পরিমাণ বাড়াতে গিয়ে সোনামসজিদ কাস্টমস আমদানিকৃত সব ধরনের পণ্যের শুল্কমূল্য দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে।

পাশাপাশি নানামুখী হয়রানির ফলে আমদানিকারকেরা সোনামসজিদ বন্দর ছেড়ে অন্য স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি করছে। মূলত এসব কারণে সোনামসজিদে রাজস্ব লক্ষ্যমাত্রা আয়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।

বিশ্বের প্রথম অত্যাধুনিক সবুজ মসজিদ নির্মাণের কাজ শেষের পথে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ