আওয়ার ইসলাম: দক্ষিণ আমেরিকার দ্বীপরাষ্ট্র পেরুর প্রেসিডেন্ট ভোট নিয়ে কারচুপির অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন। অভিযুক্ত এ প্রেসিডেন্টের নাম পেদরো পাবলো কুজেনিস্কি।
খবরে বলা হয়, কোনো অন্যায় করার কথা অস্বীকার করলেও ‘দেশের উন্নয়নের পথে বাধা হয়ে থাকতে চান না’ উল্লেখ করে বুধবার পদত্যাগ করেন তিনি।
পরে পেরুর কংগ্রেসের কুজেনস্কির দলের নেতারা প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি অনুমোদন করেছেন। উৎকোচ গ্রহণের অভিযোগে বৃহস্পতিবার একটি অভিশংসন ভোটের মুখোমুখি হওয়ার কথা ছিল তার।
কুজেনস্কির মিত্ররা এই ভোটে তাকে সমর্থন দেওয়ার জন্য বিরোধীদলীয় রাজনীতিকদের অর্থ দেওয়ার প্রস্তাব করছেন, এমন ফুটেজ প্রকাশ পাওয়ার পর থেকে কুজেনস্কির পদত্যাগের দাবিতে প্রবল চাপ সৃষ্টি হয়।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে কুজেনিস্কি বলেন, রাষ্ট্রের অখণ্ডতা রক্ষায় আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি রাষ্ট্রের সব দলের একতার মধ্যে বাধা হয়ে থাকতে চাই না। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাষ্ট্রীয় একতা, যেটা আমাকে গ্রহণ করবে না। তাই আমি ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।
সূত্র: বিবিসি