আওয়ার ইসলাম: পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জুতা ছুঁড়ে এক ব্যক্তি। রবিবার (১১ মার্চ) লাহোরে এক মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিতে শুরু করার পূর্ব মুহূর্তে এ ঘটনা ঘটে। খবর দ্য ডনের।
প্রতিবেদনে বলা হয়, মুফতি মোহম্মদ হুসেন নাঈমীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের ভাষণ দেওয়ার জন্য উঠে যান নওয়াজ শরীফ। এ সময় কাছে উপস্থিত থাকা এক ব্যক্তি তাকে জুতা ছুড়ে মারে। যা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর শরীরে গিয়ে আঘাত হানে।
অবশ্য এরপরও বক্তব্য দেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএলএন-এর সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফ। তবে তিনি বক্তব্য দীর্ঘায়িত করেননি। বক্তব্য তিনি আয়োজক সংগঠনকে ধন্যবাদ এবং মুফতি মোহম্মদ হুসেন নাঈমীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।
এদিকে, হামলার পরপরই উপস্থিত অন্যান্যরা তাকে আটক ব্যাপক মারধর করে। পরে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গতকাল শনিবার শিয়ালকোটে পিএমএল-এন কর্মীদের সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালি নিক্ষেপ করা হয়।