আবদুল্লাহ তামিম: সৌদি আরবের তালাকপ্রাপ্তা নারীরা তাদের সন্তানদের লালন-পালনে এখন আর মামলা করতে হবে না বলে আইন করেছে সৌদি সরকার। তবে পিতা-মাতা উভয়ের সন্তুষ্টিতে এ নিয়ম অব্যহত থাকবে বলে মনে করেন সৌদি আদালত।
সৌদি আদালত নতুন করে তালাকপ্রাপ্তা নারীদের জন্য এ আইন করেছে, তারা ইচ্ছে করলেই আইনী ব্যবস্থা ছাড়াই আদালতকে একটি অনুরোধ জমা দিয়ে তাদের সন্তানদের লালন-পালনের অধিকারিক হতে পারবে।
এ নতুন প্রক্রিয়াটি শেখ ওয়ালীদ আল-সামানি বিচারক ও বিচার বিভাগের উচ্চতর কাউন্সিলের সভাপতির আদালতের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তা চালু করেন।
নতুন এ আইনে বলা হয়, মা সরকারী ও বেসরকারী সংস্থার সমস্ত শিশু সহায়তা সংগ্রহ করতে সক্ষম হবেন, কিন্তু বিচারকের অনুমতি ছাড়া দেশের বাইরে তার সন্তানকে নিয়ে যেতে পারবে না। আল সামানী বলেন, অতীতে মাকে তার সন্তানের লালন-পালনের অধিকার অর্জনের জন্য একটি মামলা দায়ের করার প্রয়োজন হতো। আর এ মামলা দীর্ঘ সময় নিয়ে শেষ হতো।
এতে বিশেষ করে শিশুদের উপর নেতিবাচক প্রভাব পড়ছিলো। তাদের লালন-পালনে অনেক সমস্যা দেখা দিচ্ছিল তাই এ আইন সমাজের তালাকপ্রাপ্তা মায়ের সন্তানদের জন্য খুব কষ্টকর ছিলো।
শিশুদের হেফাজতের অগ্রাধিকার মায়েদের কাছে দিয়ে সরকার খুব ভালো করেছে বলে মন্তব্য করেন আদালতের সিনিয়র একজন আইনজীবী।
সূত্র: আরব নিউজ