ইসমাঈল আহসান: উত্তরার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, আত-তাসমী’ শাখার ৫ম শ্রেণীর ছাত্র হাফেয আবু রাইহান কাতার তিঝান আন-নূর বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ এ ক্বিরাত ও হিফয বিভাগে সারা বিশ্বের ৫১টি দেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে।
আবু রায়হান কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত এর কাছ থেকে অন্যান্য পুরস্কারের সাথে পাঁচ লক্ষ টাকা মূল্যমানের পুরস্কার পায়।
নেত্রকোনার সন্তান এ কৃতি ছাত্রের বাবার নাম হাফেয নূরুল ইসলাম ও মায়ের নাম ফাতেমা বেগম।
খোঁজ নিয়ে জানা যায়, তাঁর বাবা দীর্ঘদিন যাবত নিখোঁজ থাকায় তাঁর মা তাকে অনেক কষ্টে মানুষ করেছেন। লেখাপড়ার ক্ষেত্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনও তাঁকে অনেক সহযোগিতা করে।
আজ রাত (১১ মার্চ, ২০১৮) ১২টায় সে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।
এই কৃতি হাফেজকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশের অনেকেই রাত ১২টায় এয়ারপোর্টে উপস্থিত থাকবে।
সোশ্যাল মিডিয়ায় বাঙালীরা এই স্বাধীনতার মাসে বিজয়ে আনন্দ প্রকাশ করে পোস্ট করছে।