মুজাহিদুল ইসলাম: তুরস্কের পাইলট বিহীন বিমান প্রস্ততকারী ‘ড্রোনমার্ক’ নামের একটি কোম্পানি থেকে বাংলাদেশ সেনাবাহিনী ৫০০ পাইলট বিহীন বিমান ক্রয় করেছে।
কোম্পানির প্রধান বলেন, তাদের কোম্পানির তৈরি বিমান সামরিক-বেসামরিক উভয় ক্ষেত্রে ব্যবহার উপযোগী। এ বিমান অনুসন্ধান, পর্যবেক্ষন ও ট্র্যাকিং এর মতো বিভিন্ন সামরিক কাজ সম্পন্ন করতে পারে।
তিনি আরো জানান, বাংলাদেশ সেনাবাহিনী কোম্পানির সাথে যোগাযোগ করে ৫০০ ড্রোনের অর্ডার দেয় এবং সহজে উৎক্ষেপনের জন্য এর মিনি ভার্সনের চয়েস করে।
তিনি আরো জানান, আমরা এখনো কিছু ইলেক্ট্রিক পার্টস আমদানি করি কিন্তু বিমানের সকল প্রযুক্তি ও প্রোগ্রাম তুরস্কের তৈরি।
সূত্র: তুর্ক প্রেস, তুর্ক আলআন, আরব আলয়াওম