জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা আবদুল হালিম বুখারি বলেন, আত্মশুদ্ধি ছাড়া কেউ মুমিন হতে পারবেনা। জান্নাত পেতে হলে নিয়তশুদ্ধির সাথে সাথে শিরকমুক্ত ইবাদত করতে হবে।
আজ শুক্রবার বাদ এশা পটিয়া রেল স্টেশন চত্বরে ইসলামী সম্মেলন বাস্তবায়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত ২দিনব্যাপী ইসলামী সম্মেলনের ১ম দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বর্ষিয়ান এ আলেম আরো বলেন, আত্মশুদ্ধি করতে হলে আল্লাহওয়ালা লোক সাহচর্য হতে হবে। আল্লাহওয়ালা লোকদের দেখানো পথে চলতে হবে। আল্লাহ তায়ালা মানুষের অন্তরকে দেখবেন, বাইরের অংশকে নয়।
আত্মশুদ্ধির পূর্বশর্ত হলো নিয়তের শুদ্ধতা, সুতরাং সকলের নিয়তকে শুদ্ধ করতে হবে।
তরুন ওয়ায়েজদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা আমাদের মুরব্বিদের দেখানো পথে বয়ান করুন। বয়ানে এমন কথা বলবেন না, যাতে লোকজন ঠিক ইত্যাদি বলে।
এগুলোর দ্বারা মানুষ হেদায়ত হয় না।