জুনায়েদ শোয়েব
চরমোনাই ময়দান থেকে
চরমোনাই মাহফিলের তৃতীয় দিনে প্রায় ৩৫ লক্ষ মুসুল্লীর সম্মিলনে আজ জুমুয়ার জামাত অনুষ্ঠিত হবে।
চরমোনাই মাঠে এতো বিশাল পরিসরে এটা ই প্রথম জুমার জামাত বলে জানা গেছে।
জানা যায়, প্রতি বছর শুধুমাত্র তিনটি মাঠে মুসুল্লী সমাবেশ হতো। এই বছর তিন নাম্বার মাঠের আয়তন দিগুণ করা হয়েছে।
বাড়ানো হয়েছে চার নাম্বার ও পাচ নাম্বার আরো দুটো মাঠ।
আজ (শুক্রবার) ফজরের নামাজে একইসাথে পাঁচটি মাঠে জামাতের সংযোগ (ইত্তিসাল) দেয়া হয়। ফলে জুমার জামাতে কির্তনখোলা নদী তীরবর্তী রাস্তা থেকে একইসাথে পাঁচটি মাঠে জুমার জামাতে শরীক হওয়া যাবে।
ইতোমধ্যেই পাচটি মাঠ পূর্ণ হয়ে পাশ্ববর্তী বাড়িঘর, রাস্তাঘাট লোকে লোকারণ্য হতে দেখা গেছে।
বৃহত্তম এ জামাতে শরিক হতে পাশ্ববর্তী এলাকা থেকে এখনো মুসুল্লীদের ঢল আসছেই।
ঘাটে লঞ্চ ভেড়ানোর জায়গা না থাকায় ছোট ছোট যন্ত্রচালিত নৌকায় মুসুল্লীরা মাঠে আসছেন।
চরমোনাই মাঠে আজকের জুমার জামাতের ইমামতি ও গুরুত্বপূর্ণ বয়ান করবেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম।
নামাজে বরিশাল সদরের এমপিসহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।
এদিকে আজকে জুমার জামাতের শৃংখলা ঠিক রাখতে অন্যান্য সময়ের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সর্বক্ষণের সর্বশেষ সংবাদ সংগ্রহে মাঠে রয়েছে আওয়ার ইসলাম টিম।
চরমোনাই মাহফিলে যা বললেন দেওবন্দের তিন আলেম