আওয়ার ইসলাম:লিবিয়ার সরকারের জব্দকৃত একা হাজার কোটি ইউরো বেলজিয়ামের একটি ব্যাংক থেকে রহস্যজনক ভাবে উধাও হয়ে গেছে।
লিবিয়ার ক্ষমতাচ্যুত এবং নিহত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ঘনিষ্ঠজনদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ভিত্তিতে এ অর্থ জব্দ করা হয়েছিল।
২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে এ অর্থ উধাও হয়ে যায় বলে জানিয়েছে বেলজিয়ামের সাপ্তাহিক লে ভিফ। এ অর্থের মালিক ছিল বাহরাইন এবং লুক্সেমবার্গের লিবিয় বিনিয়োগ কর্তৃপক্ষ বা এলআইএ এবং এর ভর্তুকি সংস্থা লিবিয় বিদেশি বিনিয়োগ কোম্পানি বা এলএফআইসিও।
এ সব অর্থ ইয়োক্লিয়ার ব্যাংকের একাউন্টে জমা ছিল। ২০১৩ সালে আগে এ খাতে ১৬১০ কোটি ইউরো জমা থাকলেও ২০১৭ সালে দেখা গেল এ একাউন্টে মাত্র ৫০০ কোটি ইউরোর কিছু কম রয়েছে।
গত বছর কর্তৃপক্ষ এ অর্থ জব্দকৃত অর্থের বিষয়ে খোঁজ নিতে যেয়ে এটি দেখতে পায় বলে অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে লি ভিফ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্দেশ অনুযায়ী এ সব অর্থ ২০১১ সালের মার্চ থেকে জব্দ করা হলেও বেলজিয়ামের কর্তৃপক্ষ কখনো এ সম্পদ নেয়ার চেষ্টা করে নি।
সূত্র: পার্সটুডে