আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে ফের গুলির ঘটনা ঘটেছে। আর এতে প্রাণ গেছে এক শিক্ষার্থীর।
এর আগে গত মাসে ফ্লোরিডার স্কুলে গোলাগুলিতে ১৭জন নিহত হয়। একজন বহিস্কৃত শিক্ষার্থী স্কুলে আতর্কিত হামলা চালিয়েছিল।
জানা যায়, বৃহস্পতিবার আলাবামার বার্মিংহামের হফম্যান হাই স্কুলে অজ্ঞাত বন্দুকধারী হঠাত করেই হামলা চালায়। আর এতে প্রাণ হারায় এক শিক্ষার্থী।
বার্মিংহামের অন্তর্বর্তী পুলিশ প্রধান অর্ল্যান্ডো উইলসন জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে গুলি চলেছে বলেই এখনও পর্যন্ত মনে করছেন তারা। কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশও আর কিছু ভেঙে বলেনি।
যুক্তরাষ্ট্রে গুলি ও হামলার ঘটনা বেড়েই চলেছে। সেখানকার বহু মানুষ হাতাশায় ভোগেন আর এসব থেকে হামলা ও গুলির ঘটনা ঘটতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।