আওয়ার ইসলাম: আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) হরিদাস কুমারের আদালতে ফয়জুলকে হাজির করে পুলিশ। ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত আবেদন মঞ্জুর করেন। জাফর ইকবালকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ফয়জুলকে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ফয়জুল হাসানের রিমান্ডের খবর নিশ্চিত করেন।
এর আগে সকাল ১১টার দিকে ফয়জুলকে সিলেট ওসমানী হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়। জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, চার দিন ফয়জুল ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এসময় তাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার বিকেল পাঁচটা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল হাসান ওরফে ফয়জুর। ঘটনাস্থলেই শিক্ষার্থীরা তাকে ধরে গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
এইচজে