রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

শিক্ষকের বেত্রাঘাতে ১০ মাদরাসা শিক্ষার্থী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  টিফিনে গিয়ে দেরিতে ফেরার কারণে ১০ মাদরাসা শিক্ষার্থীকে বেত্রাঘাতে আহত করেছেন এক সহকারী অধ্যাপক। জামালপুরের দেওয়ানগঞ্জে  বাহাদুরাবাদ এ রব আলিম মাদরাসায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বর্তমানে আহত ছাত্রদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা ওই শিক্ষককে মাদরাসায় আটকে রাখেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে জনরোষ থেকে তাকে উদ্ধার করে।

মাদরাসা শিক্ষার্থীরা ও অভিভাবকরা জানায়, দুপুরের ছাত্ররা টিফিনে গিয়ে মাদরাসায় আসতে দেরি করায় সহকারী অধ্যাপক শফিউল্লাহ্ ওরফে মজনু ১০/১২ জন ছাত্র-ছাত্রীকে বেত দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এক পর্যায়ে সৌরভ ও ফাহিমসহ কয়েকজন মাটিতে লুটিয়ে পড়ে। এসময় অন্যান্য শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত ১০ জনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

দেওয়ানগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল লতিফ মিয়া ছাত্র-ছাত্রীদের বেত্রাঘাতে আহত করার ঘটনা স্বীকার করে বলেন, ওই শিক্ষককে উদ্ধারের পর ম্যানেজিং কমিটির ও মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার দায়িত্ব নেয়ায় তাকে থানায় আনা হয়নি।

প্রসঙ্গ মাদরাসায় মোবাইল জব্দ করা ও পুড়িয়ে ফেলা!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ