তাওহীদ আদনান দেওবন্দ থেকে : সিরিয়ায় মুসলিম গণহত্যার প্রেক্ষিতে আজ ৭ মার্চ রোজ বুধবার থেকে আরম্ভ হলো দেওবন্দের মাসজিদগুলোতে কুনুতে নাজেলার আমল৷ কুনুতে নাজেলার আমল শুরু করার নির্দেশ জানিয়ে মাদরাসার পক্ষ থেকে একটি ঘোষণাপত্র দেয়া হয়েছে৷
গতকাল রোজ মঙ্গলবার মাদরাসার বিভিন্ন দেয়ালে লাগানো একটি ঘোষণাপত্র৷ ঘোষণাপত্রে মাদরাসা সংশ্লিষ্ট মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানানো হয়েছে কুনুতে নাযেলার আমল আরম্ভ করার৷
জানা গেছে এর আগে সিরিয়ায় গণহত্যার বিষয়টি সামনে রেখে দারুল উলুম দেওবন্দের ছাত্ররা মাদরসার মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানীর বরাবর আবেদন করেন কুনুতে নাযেলা আরম্ভ করার৷ তিনি ছাত্রদের আবেদন মঞ্জুর করত মাদরাসার পক্ষ থেকে জারি করেছেন ঘোষণাপত্রটি৷
উল্লেখ্য এর আগেও মায়ানমার ও ফিলিস্তিনসহ বিভিন্ন মুসলিম সঙ্কট ইস্যুতে দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে জোরদার প্রতিবাদের পাশাপাশি নিয়মিত আমল করা হয়েছে কুনুতে নাযেলার৷ সেই ধারাবাহিকতায় এবারও সিরিয়া ইস্যুতে তার ব্যতিক্রম ঘটেনি৷