আওয়ার ইসলাম : কিশোরগঞ্জ কালেক্টরেট ভূমি অধিগ্রহণের আত্মসাতকৃত পাঁচ কোটি টাকার মধ্যে ৯২ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল। টাকা আত্মসাতের ঘটনায় গ্রেপ্তারকৃত ট্রেজারির জুনিয়র অডিটর মো. সৈয়দুজ্জামানের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা মঙ্গলবার (৬ মার্চ) গভীররাতে সদর উপজেলার কাতিয়ারচর গ্রামে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করেন।
এ বিষয়ে দুদকের ঢাকা বিভাগীয় কর্মকর্তা নাসিম আনোয়ার জানিয়েছেন, আদালতের অনুমতি নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর সৈয়দুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ কালেক্টরেটের ম্যাজিস্ট্রেট আবু তাহের মো: সাঈদ, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: ওয়াদুদ, মনিরুল ইসলাম, ফজলুল বারী ও কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুশামা মো: ইকবাল হায়াত।
জানা গেছে, কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের তহবিল থেকে কালেক্টরেটের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম জাল আদেশ তৈরি ও প্রতারণা করে চেকের মাধ্যমে ৫ কোটি টাকা আত্মসাৎ করেন।