রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

জার্মান ও স্পেনে মুসলিমদের ওপর আক্রমণে হতবাক বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ২০১৭ সালজুড়ে জার্মানিতে মুসলিমদের ওপর ও বিভিন্ন মসজিদে ৯৫০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। দেশটির সরকারের নতুন একটি পরিসংখ্যানে এই তথ্য ওঠে এসেছে।

একই বছরে, স্পেনে ৫০০টিরও বেশি ইসলামফোবিক ঘটনা রেকর্ড করা হয়েছে। এরমধ্যে নারী ও শিশু এবং বিভিন্ন মসজিদে হামলার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। দেশটির একটি সুশীল সমাজের রেকর্ডে এই তথ্য পাওয়া গেছে।

জার্মানে ইসলামফোবিয়া
গত জানুয়ারি মাস থেকে জার্মান পুলিশ একটি বিশেষ ক্যাটাগরি হিসেবে ইসলামফোবিক অপরাধের ঘটনাসমূহ নথিভুক্ত করতে শুরু করেছে। ক্রমবর্ধমানভাবে মুসলিম-বিরোধী ঘৃণা অপরাধের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই বিষয়ে আরো গুরুতর ব্যবস্থা নিতে দেশটির মুসলিম সম্প্রদায়ের আহ্বানের পর এই পদক্ষেপ নেয়া হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এসব ইসলামফোবিক ঘটনায় অপরাধীদের বেশিরভাগ জার্মানির উগ্র ডানপন্থী সদস্যরা জড়িত।

জার্মানিতে হামলায় অন্তত ৩৩ জন মুসলমান আহত হয়েছেন। এরমধ্যে মুসলিম নারীদের ওপর হামলা এবং মসজিদ ও অন্যান্য মুসলিম প্রতিষ্ঠানের ওপর আক্রমণের ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। দেশটির পার্লামেন্টে এক প্রশ্নের জবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পরিসংখ্যান দেয়া হয়।

মন্ত্রণালয়ের রেকর্ডকৃত হিসেব অনুযায়ী, মসজিদ এবং মুসলিম সম্প্রদায়ের অন্যান্য প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানিয়ে গত বছর কমপক্ষে ৬০টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।

গত শনিবার জার্মানির ‘কান্দেল’ শহরে ইমিগ্রেশন-বিরোধী একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা মুসলিম-বিরোধী বিভিন্ন প্লাকার্ড বহন করেন।

জার্মানের মুসলিমরা

৮১.৮ মিলিয়ন মানুষের দেশ জার্মানি। পশ্চিমা ইউরোপে ফ্রান্সের পরেই দেশটির দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে মুসলিম।

দেশটির প্রায় ৪.৭ মিলিয়ন মুসলমানের মধ্যে প্রায় তিন মিলিয়নই তুর্কি বংশোদ্ভূত। তাদের মধ্যে অনেকেই তুর্কি পরিবারগুলোর দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের; যারা ১৯৬০ এর দশকে জার্মানিতে স্থানান্তরিত হয়েছিল।

ইইউ এর বৃহত্তম অর্থনীতির দেশটি সাম্প্রতিককালে ক্রমবর্ধমানভাবে ইসলামফোবিক ঘটনা এবং অভিবাসী-বিরোধী বিভিন্ন ঘটনার স্বাক্ষী হয়ে আছে। দেশটির ডান পন্থী ও পপুলিস্ট দলগুলো মুসলিমদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।

স্পেনে ইসলামফোবিয়া

‘ইসলামোফোবিয়া ইন স্পেন-২০১৭’ শীর্ষক একটি প্রতিবেদনে দেশটিতে মুসলিম বিরোধী ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে। শুক্রবার ‘প্ল্যাটফর্ম অ্যাগেনস্ট ইসলামফোবিয়া (পিসিআই)’ নামে একটি সুশীল সমাজের পক্ষ থেকে এটি প্রকাশ করা হয়।

রিপোর্ট অনুযায়ী, স্পেনের বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে ইসলামের বিরুদ্ধে পক্ষপাতিত্বের ক্রমবর্ধমান প্রবণতা লক্ষ্য করা যায়। দেশটির ডানপন্থীদের মিডিয়া এবং ইন্টারনেট ক্যাম্পেইন সমূহও রেকর্ড করা হয়েছে।

ঘটনার ধরন: ৫৪৬টি ইসলামফোবিক ঘটনার মধ্যে ৩৬৮টি ঘটনাই হচ্ছে মিডিয়া এবং ইন্টারনেট ভিত্তিক। ৪৮ শতাংশ হচ্ছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মৌখিক আক্রমণ।

ঘটনাগুলোর ২১ শতাংশ মুসলিম নারী, ৮ শতাংশ মুসলিম পুরুষ, ৪ শতাংশ শিশু এবং ৭ শতাংশ মসজিদগুলির বিরুদ্ধে পরিচালিত হয়। এছাড়াও, মুসলিম সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ও সংগঠনের বিরুদ্ধেও হামলার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।

অঞ্চল ভিত্তিক ঘটনা হার: পিসিআই’য়ের নথিভুক্ত ২০১৭ সালের সমস্ত ইসলামফোবিক ঘটনাগুলোর মধ্যে ৫১ শতাংশ উত্তরপূর্বাঞ্চলী কাতালোনিয়ায়, আন্দালুসিয়ায় ২২ শতাংশ এবং ভ্যালেন্সিয়ায় ২০ শতাংশ সংগঠিত হয়।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ