রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

নবীজিকে চিঠি লিখে পুরস্কার জিতল যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শিশুকিশোর ও তরুণদের মধ্যে সিরাতের চর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমে আয়োজন করেছিল “নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার” প্রতিযোগিতা।

মাসজুড়ে এই মোবারক আয়োজনে দেশের বিভিন্ন জেলার মাদরাসা ও স্কুল-কলেজের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাইঞ্জে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাজধানীর জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার  কাফিয়া জামাতের শিক্ষার্থী ইমদাদুল্লাহ সাজ্জাদ হুসাইন। অনুষ্ঠানের প্রধান অথিতি র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরীর বিজয়ী ইমদাদুল্লাহ সাজ্জাদের হাতে প্রথম পুরস্কার ১০ হাজার টাকার বই তুলে দেন।

যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে  জামিয়া শারইয়্যাহ মালিবাগ-এর শিক্ষার্থী শাহাদাত হুসাইন এবং মাদানীনগর দারুল উলুম মহিলা মাদরাসার শিক্ষার্থী মাহিমা মোবাশশারা। তাদের দু’জনের হাতেই ৫ হাজার টাকার বই তুলে দেন আমন্ত্রিত অথিতিবৃন্দ।

প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে জামিয়া মাদানিয়া মুগদার শিক্ষার্থী ইউসুফ লাবীদ । তার হাতেও হাজার টাকাই বই বান্ডিল তুলে দেন অথিথিবৃন্দ।

পুরস্কার নিচ্ছেন ১ম স্থান অধিকারী  ইমদাদুল্লাহ সাজ্জাদ হুসাইন

যৌথভাবে দ্বিতীয় পুরস্কার বিজয়ীর পুরস্কার নিচ্ছেন শাহাদাত হুসাইন

যৌথভাবে দ্বিতীয় পুরস্কার বিজয়ীর পুরস্কার নিচ্ছেন মাহিমা মোবাশ্বারার বাবা

তৃতীয় পুরস্কার বিজয়ীর পুরস্কার নিচ্ছেন ইউসুফ লাবীদ

আওয়ার ইসলামের আয়োজনে এ উদ্যোগের সহযোগিতায় ছিল শাহীন শিক্ষা পরিবার, রকামির ডটকম, মাকতাবাতুল ইসলাম, মাদানী কুতুবখানা ও মাদরাসাতুল হিকমাহ ঢাকা।

এছাড়াও যাার পুরস্কার পেয়েছে।

৪র্থ স্থান : সাহানাজ সাহিদা
মদিনাতুল উলুম মহিলা মাদরাসা কাপাসিয়া, গাজীপুর

৫ম স্থান : সদরুল আমিন সাকিব
নেত্রকোনা

৬ষ্ঠ স্থান: রাকিবুল হাসান
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা

৭ম স্থান: মুনতাসির বিল্লাহ
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা

৮ম মুহাম্মাদ মুহিব্বুল্লাহ
ছিপান উচ্চ বিদ্যালয়

৯ম স্থান: মাহমুদুল হক জালীস
জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মুহাম্মাদপুর, ঢাকা

১০ম স্থান: সাব্বির সাদি
মাদরাসা রায়হানুল উলুম, বর্ধিত পল্লবী, মিরপুর, ঢাকা

১১ তম স্থান: হিশাম সাদী
দারুল ইফতা জামিয়াতু ইব্রাহিম, সাইনবোর্ড, ঢাকা

১২ তম স্থান: জান্নাতুল ফেরদৌস (তনিমা)
উত্তরা, ঢাকা

১৩ তম স্থান: ইয়মিন বিন সাদাত
ময়মনসিংহ পলিটেকনিক কিন্ডারগার্টেন

১৪ তম স্থান: মিথুন কুমার সাহা
শিক্ষা প্রতিষ্ঠান : শাহীন ক্যাডেট স্কুল

১৫ তম স্থান: মাহদী হাসানাত খান
ঢাকা

১৬ তম স্থান: নুরজাহান জাকিয়া হ্যাপী
রিয়াছাতুল উলুম মাদ্রাসাতুল বানাত, সিলেট

১৭ তম স্থান: মোঃ নিশাত
উত্তরা, ঢাকা

১৮ তম স্থান: মুহিব্বুল্লাহ বিন শহিদ
গফর গাঁও, মায়মনসিংহ

১৯ তম স্থান: সাখাওয়াত হোসেন
সরকারী হাজী মুহাম্মদ মুহসীন কলেজ

২০ তম স্থান: ফাহিম উদ্দিন
উত্তরা ঢাকা

২১ তম স্থান: খাদিজা আক্তার
শাহীন ক্যাডেট স্কুল, উত্তরা

২২ তম স্থান: আব্দুল্লাহ কামাল
জামিআ আরাবিয়া ইমাদাদুল উলুম ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা

২৩ তম স্থান: রাহমান সামিয়া
উত্তরা, ঢাকা

২৪ তম স্থান: তানভীর
উত্তরা, ঢাকা

২৫ তম স্থান: সামিয়া আফরোজ
স্কুল : একলাশপুর উচ্চ বিদ্যালয়

২৬ তম স্থা: আনাস আহমেদ
ঢাকা

২৭ তম স্থান: আমির সিদ্দীক
আল- জামিয়া আল- ইসলামিয়াদ পটিয়া, চট্টগ্রাম

২৮ তম স্থান: খাদীজা তাহসীন
মাদ্রাসা দারুল ইসলাম

২৯ তম স্থান: মাহমুদুল্লাহ মুহিব
শিক্ষা প্রতিষ্ঠান : জামিয়া মাদানিয়া, ঢাকা

নির্বাচিত চিঠিগুলো নিয়ে মানসম্মত একটি বইও প্রকাশ করবে আওয়ার ইসলাম। এছাড়াও পুরস্কার বিজয়ী চিঠিগুলো আওয়ার ইসলামে প্রকাশ হবে ইনশাল্লাহ। পড়তে সঙ্গেই থাকুন।

‘আওয়ার ইসলাম; অল্প সময়ে এতো সাড়া দেখে আশ্চর্য ও অভিভূত হয়েছি’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ