রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

হাইআতুল উলয়ার বৈঠকে গুরুত্বপূর্ণ ৬ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব নির্ধারিত ঘোষণা মতে আজ বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত হাটহাজারী মাদরাসায় শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর প্রধান কার্যালয়ে হাইআতুল উলয়ার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে নিম্মের সিদ্ধানন্তগুলো গৃহিত হয়।

১. বেফাকের চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী হাইআতুল উলয়ার চেয়ারম্যান।

২. বেফাকেরর সিনিয়র সহসভাপতি মাওলানা আশরাফ আলী হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান।

৩. কো চেয়ারম্যান দু'জন নয় বরং একজন হবেন।

৪. ৩২ সদস্য বিশিষ্ট কমিটি পূর্বের নমুনায় বলবৎ থাকবেন ।

৫. ১৫ সদস্যের বিশেষ কমিটিও অপরিবর্তিত থাকবে।

৬. প্রজ্ঞাপন জারির বিষয়টি আগামী সংসদ অধিবেশনে আইন হিসেবে পাশ করার লক্ষ্যে পার্লামেন্টে উপস্থাপন করা হবে।

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ৩২ সদস্য কমিটির সকলেই উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকা আল্লাহর ইবাদত ও নির্দেশ। ঐক্যই মুল শক্তি। ঐক্যবদ্ধ থেকেই দেশ ও মানবতার কল্যাণ সাধন করা যাবে। আপনারা সকলে একতাবদ্ধ থেকে কওমী মাদরাসা সনদের মান অর্জনে সঠিক পথে এগিয়ে যাবেন।

দারুল উলূম দেওবন্দের মূলনীতি ও আদর্শ এবং কওমী মাদরাসার স্বাধীনতা, স্বকীয়তা ও স্বাতন্ত্র অক্ষুন্ন রেখে আলেম-উলামা ও মানবতার কল্যাণ সাধন করা সমম্ভব। কারণ নবীজি সা. বলেছেন, আল্লাহর সাহায্য জামাতবদ্ধ থাকার মধেই নিহিত।

হযরতত উমর রা. বলেছেন, জামাতবদ্ধ হওয়া ছাড়া ইসলাম কায়েম সম্ভব নয়। রাষ্ট্র/অধিনায়কত্ব জামাত ছাড়া অসম্ভ। আর আনুগত্য ছাড়া অধিনায়কত্ব মূল্যহীন।

আগের রিপোর্ট: হাইআতুল উলয়ার বৈঠক সম্পন্ন; সিদ্ধান্ত এলো যেসব বিষয়ে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ