বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন হেফাজত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি হস্তান্তর করেছে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল স্মারকলিপি হস্তান্তর করেন।

প্রতিনিধি দলের অন্যতম সদস্য ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিয়ানমার দূতাবাসের কাছে আমাদের দাবিসম্বলিত স্মারকলিপি তুলে দিয়েছে।’

তিনি আরও জানান, ‘গুলশান জোনের পুলিশের উপ-কমিশনার এস এম মোস্তাক আহমদের নেতৃত্ব দূতাবাসের একটি প্রতিনিধি দল স্মারকলিপি গ্রহণ করেন। দূতাবাস প্রতিনিধিদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন আল্লামা নূর হোসাইন কাসেমী।’

প্রতিনিধি দলে আরও ছিলেন, ‘মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আবদুল করীম, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুনীর হোসাইন।

উল্লেখ্য, আজ হেফাজতের ইসলাম বাংলাদেশ তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বায়তুল মোকাররম সমাবেশে শেষে দুপুর ১২ টায় পল্টন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিয়ানমার দূতাবাসের দিকে রওনা দেন। পথে শান্তিনগর পৌঁছলে পুলিশ বাধা দেয়। এরপর হেফাজতে ইসলামের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি পেশ করতে যায়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ