সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোহিঙ্গাহত্যার প্রতিবাদে সারাদেশে লাখো মানুষের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: আরাকানে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে হেফাজতের ইসলাম বাংলাদেশসহ কয়েকটি ইসলামি দলের আহ্বানে ঢাকার বায়তুল মোকাররমসহ সারাদেশে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন।

শুক্রবার বাদ জুমা প্রতিটি পাড়া মহল্লায় মুসলিম ধর্মপ্রাণ মানুষের নেতৃত্বে এসব মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে স্বতস্ফুর্ত সাড়া দিয়ে আরাকানে মুসলিম গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন।

বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহনগর নেতৃবৃন্দ। আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে ঢাকার শীর্ষস্থানীয় হেফাজত নেতৃবৃন্দ বিক্ষোভে উপস্থিত ছিলেন।

হেফাজতে ইসলাম ঢাকা। -সাইফুল্লাহ সাহেল

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশও সারাদেশে বাদ জুমা কর্মসূচি আহ্বান করেছিল। তারই অংশ হিসেবে যুব আন্দোলনের ব্যানারে পল্টনে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে দলের নেতা কর্মীদের।

Image may contain: 8 people, crowd and outdoor

ইসলামী যুব আন্দোলন

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ঢাকা উত্তরের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী আন্দোলন প্রচার সম্পাদক, আহমদ আবদুল কাইয়ুম, যুব আন্দোলনের সভাপতি কে এম আতিকুর রহমান প্রমুখ।

একই সময়ে চট্টগ্রামের আন্দরকিল্লায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে নেতৃত্ব দেন সংগঠনের মহসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

সারাদেশের মিছিল ও বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা রোহিঙ্গাদের উপর গণহত্যার বিচার দাবি করেছেন। এসময় ‘সুচির চামড়া তুলে নেব আমরা’ রোহিঙ্গা হত্যা বন্ধ করো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

হেফাজতে ইসলামের পূর্বঘোষিত এই কর্মসূচিকে ঘিরে জুমার নামাজের আগ থেকেই হাজার হাজার কর্মী জড়ো হতে থাকেন। হেফাজতের এই কর্মসূচিতে অংশ নেয় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষও।

জুমার নামাজ শেষে বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হলে মিয়ানমারের পণ্য বর্জন করতে হবে। ফেরাউনের সময় শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, ঠিক সেভাবে আরাকানেও নির্যাতন করা হচ্ছে। আরাকানে সূচিকে ডুবিয়ে মারা হবে।

বাংলাদেশের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তারা বলেন, বার্মার বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। প্রয়োজনে যুদ্ধ হবে।

রোহিঙ্গা মুসলমানদেরকে রক্ষা করতে প্রয়োজনে লং মার্চ করা হবে জানিয়ে তারা বলেন, আমাদের ভাইদেরকে রক্ষা করতে আমরা প্রস্তুত।

Image may contain: one or more people and crowd

হেফাজতে ইসলাম সিলেট

রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট বিভাগের ডাকেও উত্তাল হয়েছিল সারা শহর। বিক্ষোভ মিছিলে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদরুদ্দীন আহমদ কামরানও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

হেফাজতে ইসলাম বাহুবল

হেফাজত মুরাদনগর

Image may contain: one or more people, crowd and outdoor

গাজীপুরে আলেমদের নেতৃত্বে বিক্ষোভ। -সাব্বির

Image may contain: one or more people, people walking, crowd and outdoor

মিয়ানমারের সন্ত্রাসবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছ গফরগাঁও উলামা সমিতি।  -ইউসুফ বিন মুনীর

Image may contain: one or more people, crowd, plant and outdoor

ঢাকার আলেম ও ইমাম খাতীবের ব্যানারে বিক্ষোভ। -সাহেল আহমাদ

Image may contain: one or more people, people walking, people standing and outdoor

ইত্তেফাকুল উলামা সড়িষাবাড়ি জামালপুরের উদ্যোগে বিক্ষোভ। -সাইদুর রহমান সাঈদ

Image may contain: 16 people, people standing, people walking, crowd and outdoor

হেফাজতের ইসলাম নগীবনগর ব্রাহ্মণবাড়িয়া। -মাওলানা মাহমুদুল হাসান

Image may contain: 1 person, crowd and outdoor

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম। -দেলাওয়ার সাকী

শরীয়তপুর উলামা পরিষদ। -শামিম মালিক

Image may contain: one or more people and outdoor

Image may contain: one or more people, people standing, people walking, crowd and outdoor

সচেতন মৌলভীবাজারবাসী। -এহসান বিন মুজাহির

হেফাজতের ইসলাম চট্টগ্রাম। -ফখরুল ইসলাম

নর‌সিংদী জেলা ‌হেফাজ‌তে ইসলাম। -খালিদ সাইফুল্লাহ

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

হেফাজতে ইসলাম নেত্রকোনা

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ