রোকন রাইয়ান: মালয়েশিয়ার কুয়ালালামপুরে দারুল কুরআন ইত্তেফাকিয়া নামের একটি মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫.৪০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২৩ জনই শিক্ষার্থী। বাকি দুজন মাদরাসার ওয়ার্ডেন।
কিভাবে মাদরাসাটিতে আগুন লাগে তা তাৎক্ষণিকভানা জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বিষয়টি তদন্ত করছেন বলে জানা গেছে।
কুয়ালালামপুর ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন দ্রাহমান ধারণা করছেন, অতিরিক্ত ধোয়া ও ভবনে আটকা পড়ে এরা নিহত হতে পারে।
তিনি বলেন, আমার কাছে মনে হয় এটা গত ২০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ দুর্ঘটনা। আমরা আগুনের প্রকৃত কারণ অনুসন্ধান করছি।
ভয়ঙ্কর এ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৭ শিক্ষার্থী। স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। এছাড়া ১১ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।
দারুল কুরআন ইত্তেফাকিয়া একটি আবাসিক হিফজ মাদরাসা। যেখানে কুরআনে কারিম মুখস্ত করানো হয়। এখানে সাধারণ ৫ থেকে ১৮ বছর বয়সীরাই ভর্তি হত।
এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক গভীর সমবেতনা প্রকাশ করেছেন।
সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস