আফগান টি ২০ ক্রিকেট খেলা চলার সময় কাবুলে ক্রিকেট স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলায় ৯ জন নিহত হয়েছে।
খেলোয়াড়রা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। তবে বিস্ফোরণের জেরে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।
মৃতদের তালিকায় দুই পুলিশকর্মী রয়েছেন বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র। এক প্রত্যক্ষদর্শীর কথায় এক নিরাপত্তা রক্ষীই আত্মঘাতী বিস্ফোরণটি ঘটায়।
ভারতের আইপিএল ম্যাচের মতোই আফগানিস্তানের এই টি ২০ ম্যাচ জনপ্রিয়। পাকিস্তানের উদ্বাস্তু শিবির থেকেআফগানিস্তানে জনপ্রিয় হয় ক্রিকেট খেলা। বিশ্বের দরবারেও ধীরে ধীরে আফগান ক্রিকেটদল পরিচিতি পেতে শুরু করেছে। কাজেই ক্রিকেট স্টেডিয়ামের বাইরে এই বিস্ফোরণকে লঘু করে দেখতে রাজি নয় আফগান সরকার।
তবে এখনও পর্যন্ত কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।