আওয়ার ইসলাম : জামালপুরে বন্যার পানি বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় জেলার যমুনার তীরবর্তী দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলাসমূহের বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। ক্রমেই বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ নিচ্ছে। বন্যায় জেলার মেলান্দহ-মাহমুদপুর, উলিয়া-ইসলামপুর, ইসলামপুর- গুঠাইল ও গুঠাইল-মলমগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলাসমূহের আভ্যন্তরীণ নদী-নালা ও খাল-বিল ভরে অসংখ্য বাড়িঘরে পানি উঠেছে। ইতিমধ্যেই জেলার যমুনার তীরবর্তী দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলাসমূহের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান জানান, জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৬০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যমুনার পানি বর্তমানে পানি পরিমাপক স্কেলের ২০.০৮ মিটার পয়েন্টের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম এহছানুল মামুন জানান, গত কয়েক দিনের ভারি বর্ষণে ইসলামপুরে আবারও বন্যা দেখা দিয়েছ। বন্যা পরিস্থতি মোকবেলায়া ইসলামপুরের পানিবন্দি মানুষের জন্য ৬টি আশ্রয়নকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
-এজেড