সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


শাহজালাল বিমানবন্দরে আগুন, নেভাতে ১০ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জনসংযোগ শাখার কর্মকর্তা তারিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিমানবন্দরের এয়ার ইন্ডিয়ার বাথরুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। আগুন এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে। এপিবিএনের গোয়েন্দা শাখার একটি সূত্রও বলছে, এয়ার ইন্ডিয়ার কার্যালয় থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের পর পুরো বিমানবন্দরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া, বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সম্মুখের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মোড়েও বাড়ানো হয়েছে নিরাপত্তা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে ছুটে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ