সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


২০১৯ সালের জাতীয় নির্বাচনে জিততে এরদোয়ানের মহাপরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ২০১৯ সালে অনুষ্ঠিত হবে তুরস্ক জাতীয় নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে মহাপরিকল্পনা হাতে নিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট ও একে পার্টির দলীয় প্রধান রজব তাইয়েব এরদোয়ান।

আজ বৃহস্পতিবার কৃষ্ণসাগরের অনুষ্ঠিত দলের এক সভায় তার এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে আজ ১৬ বছর ধরে একে পার্টি সংগ্রাম করে যাচ্ছে। প্রতিনিয়তই তাকে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আগামী জাতীয় নির্বাচন দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘একে পার্টির সবচেয়ে বড় যোগ্যতা হলো একে পার্টি প্রয়োজন অনুযায়ী সে তার নিজের পরিবর্তন করতে পারে।’

এ সময় তিনি নির্বাচন সামনে রেখে দল ঢেলে সাজানোর আভাস দেন।

উলেখ্য, ২০০১ সালে একে পার্টি প্রতিষ্ঠার পর থেকে এরদোয়ান ১৩ বছর দলের নেতৃত্ব দিচ্ছে। তার নেতৃত্ব দলটি দু’বার জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছে।

এরদোয়ান ২০০৩-২০১৪ পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে।

সূত্র : মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ